গোবিন্দগঞ্জে মাদক কারবারির মৃতদেহ উদ্ধার

আইন আদালত জাতীয় রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

গোবিন্দগঞ্জে মাদক কারবারির

মৃতদেহ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে মহিদুল ইসলাম সরদার ওরফে আলসা (৪০) নামে এক মাদক কারবারির মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
 বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ক্ষেতের জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলসা স্থানীয় নাজির হোসেন সরদারের ছেলে।
 স্থানীয়রা জানান, সকালে ক্ষেতের জমিতে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুতির পর ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। তারা আরও জানান, আলসা একজন চিহ্নিত মাদক কারবারি।
 থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *