জামায়াত রক্তপাতহীন ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডঃ সরওয়ার ছিদ্দিকী

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

জামায়াত রক্তপাতহীন ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডঃ সরওয়ার ছিদ্দিকী 

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌরসভার পেয়ারাপুর এলাকায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন,
অনেকে মনে করেন ধর্ম এক জিনিস আর ব্যবসা, চাকুরী, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস। কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রচলিত ব্যবস্থার বিপরীতে জামায়াত এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিরাপদে-নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে।
জামায়াত এদেশে রক্তপাতহীন পদ্ধতিতে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আপনাদের ম্যান্ডেট চাই। আপনাদের ভোটের মাধ্যমেই এদেশে শান্তির ধর্ম ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, অতীতে বার বার বিভিন্ন মানব রচিত মতাদর্শের অনুসারীদের ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে। এদেশের মানুষ ইসলামী শাসন দেখেনি। অন্তত একবার আল্লাহর অহীর বিধান কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়মিতভাবে এদেশে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন ও সংশোধনের কাজ করে যাচ্ছে। আপনারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় জীবনসহ কামাই রোজগারে হারাম পথ পরিহার করে হালাল গ্রহণ করবেন। তবেই সমাজে ইসলামের সুমহান শান্তির সুবাতাস বইবে।
৪নং ওয়ার্ডের পেয়ারাপুর ইউনিট সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, পৌরসভা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন বেলালী, ৪নং ওয়ার্ড আমীর ফয়সাল হোসেন মুন্সী, ৮নং ওয়ার্ড আমীর মুহাম্মদ আব্দুল জলিল, ৫নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম।
৪নং ওয়ার্ড সেক্রেটারি জিহাদ ইবনে সালেহ সজিবের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা শিব্বির আহমেদ, কেন্দ্র আহবায়ক মুহাম্মদ জহিরুল ইসলাম। উঠান বৈঠকে শত শত ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *