
জামায়াতে ইসলামী এদেশে আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডঃ সরওয়ার ছিদ্দিকী
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে আদর্শ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আদর্শ রাষ্ট্র জনগণের মৌল প্রয়োজনের নিশ্চয়তা দেবে। সুদ-ঘুষ, মাদক দূর করবে। মাদক শুধু একজন মানুষ, পরিবার কিংবা সমাজকে ধ্বংস করে না বরং একটি সম্প্রদায়কে ধ্বংস করে।
ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রক্তপাতহীনভাবে অনৈসলামীক বিধিবিধানের স্থলে শরিয়তের বিধান চালু করবে।
তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন দল ও মিডিয়ার এত এত অপপ্রচারের পরেও জামায়াত এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এটা মহান আল্লাহর রহমত।
৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মুফতী আখতার হোসেন আজাদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, পৌরসভা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ ছালেহ, পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, ৪নং ওয়ার্ড আমীর ফয়সাল হোসেন মুন্সী।
ওয়ার্ড সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে মাওলানা আবু নোমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, যুবনেতা আবুবকর জাহিদসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।