গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ হুমায়িন কবির, গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার বিকেলে পৌর শহরের ধান মহালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

তিনি বলেন, ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটির আদর্শ ও চেতনাকে ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সদস্য সচিব বাবু সুজিত দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপি নেতা শাহজাহান সিরাজ, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, এডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার, একলাছুর রহমান কিরণ।

সভায় ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলের ঐক্য ও আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *