লাকসাম মোহাম্মদপুরে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম মোহাম্মদপুরে বিশাল

নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম উপজেলার মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াত মনোনীত কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য প্রদপ্রার্থী ড. সৈয়দ এ. কে. এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব জামায়াত নেতা এ এফ এম সোলাইমান চৌধুরী, কুমিল্লা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নূর মোহাম্মদ তাহেরী, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম পৌরসভা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবুল হাশেম, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার ফখরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের শুরা ও কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রহিম মেম্বার, মোহাম্মদপুর ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড সভাপতি মহররম আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি শাহআলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন–সহ-সভাপতি ও মোহাম্মদপুর কেন্দ্র পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাজরুল ইসলাম।

“দাঁড়ীপাল্লার পক্ষে ভোট দিন”—এই স্লোগানে মুখরিত ছিল পুরো ময়দান।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত জনতা “তাকবির ! আল্লাহু আকবার !” ধ্বনিতে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

সমাবেশে সহযোগিতা করেন লাকসাম গ্রিন লাইফ হাসপাতাল।

আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোবিন্দপুর ইউনিয়ন, মোহাম্মদপুর কেন্দ্র।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *