
গৌরীপুরে যুবদলের ধানের শীষের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু (ভিপি শামছু)।
সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক।
সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন মৃধা এবং পৌর বিএনপির সদস্য আবু তাহের মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মেম্বার।
এছাড়াও বক্তব্য রাখেন—বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক, মজিবুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল, যুব নেতা বদরুজ্জামান বদর, আইনুল হক বাবুল, নাছিম উদ্দিন, নুরুজ্জামান, সাহেব আলী মেম্বার, মাসুদ রানা, আব্দুল কাদির, মোঃ রাসেল, কামরুজ্জামান মাসুদ, মোঃ কাঞ্চন মিয়া, মিলন মিয়া, সুজন মীর, তাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, মাসুদ মেম্বার, মনি, আবু তাহের, সজিব, রফিক, সুমন, আল আমিনসহ অনেকে।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহেব আলী মেম্বার।
বক্তারা বলেন, “এ নির্বাচন কোনো দলের নির্বাচন নয়—এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ধানের শীষের নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে ও দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় যুবদল মাঠে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে। ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে ভোট সংগ্রহ, নির্বাচন পূর্ব প্রস্তুতি, এজেন্ট প্রশিক্ষণ, ভোটার যোগাযোগসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।