
জৈন্তাপুরে ইউনিয়ন শ্রমিক দলের
৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জৈন্তাপুর উপজেলা শাখার আওতাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
২০ নভেম্বর ২০২৫ ইং তারিখের প্রেসনোটের মাধ্যামে বিষয়টি নিশ্চিত করা হয়।
উক্ত প্রেসনোটে উল্লেখ্য যে, নবগঠিত কমিটিতে, সাভাপতি পদে কামাল আহমদ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলমসহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন।
জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা শ্রমিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, অনুমোদিত এ কমিটি আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করবে।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শে অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।