বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

অর্থনীতি জাতীয় বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুমন ভূঁইয়া, বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার চামটায় সমিতির কার্যালয় সদস্যের বীজ ও সার বিতরন করা হয়।

সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবির উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, রিপোর্টার্স কমিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জবেদ আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল আলম মনসুর, সাবেক প্রধান শিক্ষক নুরুল হক সেলিম সিকদার, বিএনপি নেতা মোঃ সালাম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতির কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের সহযোগিতা, অসহায় পরিবারকে সহযোগিতা, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্পমূল্য সুদে ঋণ দিয়ে সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সাহায্য করাই সমিতির মূল লক্ষ্য।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *