কুমিল্লা-৯ আসনে সাবেক সাংসদ কন্যা দোলা আজিমের মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৯ আসনে সাবেক সাংসদ কন্যা দোলা আজিমের মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক অবরোধ 

 

লাকসাম প্রতিনিধিঃ

দলীয় মনোনয়ন পাননি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। এতে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ

এসময় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় শুয়ে পড়েন। দোলাকে কুমিল্লা-৯ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান তারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম কুমিল্লা-৯ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *