শেরপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

শেরপুরের ৩ আসনে বিএনপির

মনোনয়ন পেলেন যারা

শেরপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে তিনি বলেন, এটি ‘সম্ভাব্য’ প্রার্থীর তালিকা। প্রয়োজনে যেকোনো মুহূর্তে এই তালিকায় পরিবর্তন আনা হতে পারে।

শেরপুরে সদর ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ২০১৮ সালে নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে অংশ নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল।

এদিকে শেরপুর সদর ১ আসনে ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা ফের বিএনপির মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস লক্ষ্য করা গেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *