শিবিরের সদস্য সম্মেলন চলছে-শহীদ আলিফের বাবাকে দিয়ে উদ্বোধন

জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

শিবিরের সদস্য সম্মেলন চলছে-শহীদ আলিফের বাবাকে দিয়ে উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন চলছে।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সব সদস্য অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী শহীদ মুনতাসির আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান।

উদ্বোধনকালে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং ছাত্রশিবিরের গুমকৃত সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন।

6

সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে। দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন–২০২৫ এর কার্যক্রম সমাপ্ত হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *