
বুড়িচং নিমসার জুনাব আলী কলেজে রূপালী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠান
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
২৯ অক্টোবর বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ইং উদযাপন উপলক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি কুমিল্লা সেনানিবাস কর্পোরেট শাখার আয়োজনে তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাক্ষরতা কর্মসূচি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, ডিজিএম মোঃ সফিজুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার প্রধান এজিএম শ্রী জয়দেব চন্দ্র দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃমামুন মিয়া মজুমদার এবং সঞ্চালনা করেন এস পি ও আবুল কালাম আজাদ।
এসময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।