
রায়গঞ্জে ২৮ অক্টোবর লাঠিসোঁটা তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হুজাইফা হিজল, রায়গঞ্জ :
২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস লাঠিসোঁটা তাণ্ডবের বিচার দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামী রায়গঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মনসুর আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মী পরিষদ সদস্য মাওলানা গোলাম আযম, সাবেক সেক্রেটারি আলহাজ্ব খোরশেদ আলম, রায়গঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি, মাওলানা রুহুল আমিন জিহাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. কামরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা সভাপতি মো. মাসুদ রানা।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লাঠিসোঁটা তাণ্ডবে রাজপথে জামায়াত ও শিবিরের নিরীহ কর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি।
অবিলম্বে ওই হত্যাকাণ্ডের বিচার এবং দায়ীদের শাস্তির দাবি জানান তারা।