
কুষ্টিয়ায় বৈদ্যুতিক শট সার্কিট
আগুনে পুড়লো ১৩ দোকান
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালীর খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন বলেন, সকালে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা।
আরো পড়ুনঃ
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে দুদক ও স্বাস্থ্য বিভাগের অভিযান
পরে মুহূর্তের মধ্যে তা আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কুমারখালীর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছিল। তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আগুনের সুত্রপাত বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ থেকে তাদের সহায়তা করা হবে।