
লাকসামে জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদ সম্মেলন অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
২৩ অক্টোবর’২৫, বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা থেকে লাকসাম পৌর অডিটরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এতে উদ্বোধক হিসেবে ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকার পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান সাহেব, লাকসাম মদিনাতুল ইসলামিয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের সাহেব, ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম পৌরসভা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী সহ প্রমুখ নেতৃবৃন্দ।