লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লাকসাম প্রতিনিধিঃ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও এলজিইডি, লাকসাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান।

আলোচনা সভায় বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি, সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে সড়ককে নিরাপদ রাখতে সচেতন ভূমিকা রাখার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, প্রতিটি জীবনের মূল্য অপরিসীম। সড়ক দুর্ঘটনা কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে বিপর্যস্ত করে দেয়। তাই চালক, পথচারী ও যানবাহন মালিক সবারই সচেতন হতে হবে।

মানসম্মত হেলমেট ব্যবহার, সঠিক গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চললে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। নিরাপদ সড়ক গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ সাদিকুল জাহান বিদান বলেন, নিরাপদ সড়ক গড়তে শুধু আইন নয়, নৈতিকতা ও দায়িত্ববোধও জরুরি। তরুণ প্রজন্মকে ট্রাফিক শৃঙ্খলা শেখাতে হবে, তবেই দুর্ঘটনামুক্ত সড়ক বাস্তবায়ন সম্ভব।

এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) লাকসাম শাখার সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন আহমদ চুন্ন, শ্রমিক সংগঠনের সভাপতি লুৎফুর রহমান জুয়েল, পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক স্বপন মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের বক্তারা আরও বলেন, সচেতন চালক, প্রশিক্ষিত পথচারী এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই সড়কে মৃত্যুর মিছিল কমানো সম্ভব।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *