গৌরীপুরে মিথ্যা সংবাদে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে মিথ্যা সংবাদে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গৌরীপুর প্রেসক্লাবে ১৮ অক্টোবর শনিবার এক সংবাদ সম্মেলনে জাহানারা বেগম (স্বামী-মরহুম আঃ হামিদ) তাঁর ও পরিবারের বিরুদ্ধে সম্প্রতি প্রচারিত “নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নামে ন্যায়বিচার পাওয়ার দাবি” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তিনি বলেন, উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে “সত্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির নোংরা চেষ্টা চালানো হয়েছে।” অভিযোগকারী নিলাঞ্জনা সরকার শান্তনা নিজের ঠিকানা ও পরিচয় গোপন করে ভুয়া তথ্য প্রচার করেছেন। বাস্তবে জ্যোৎস্না রানী সরকার নিঃসন্তান অবস্থায় মারা গেছেন, নিলাঞ্জনা ছিলেন তাঁর পালিত কন্যা।
জাহানারা বেগম অভিযোগ করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ব্যবহার করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
তিনি জানান, তাঁর স্বামী ১৯৮৪ সালে হেবানামা দলিলের মাধ্যমে ১ একর ৪ শতক জমি দান করেন, যার মধ্যে ১৭ শতাংশ বিক্রি করা হলেও বর্তমানে মাত্র ৭ শতাংশ জমি অবশিষ্ট আছে।
সম্প্রতি “৯১ বন্ধু সমিতি”র কয়েকজন সদস্য নিলাঞ্জনার কাছ থেকে ক্রয়সূত্রে মালিক দাবি করে ওই জমি দখলের চেষ্টা করেন। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জমি পরিমাপের সিদ্ধান্ত হলেও নিলাঞ্জনা তা উপেক্ষা করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এক প্রশ্নের উত্তরে জাহানারা বেগম বলেন, “নিলাঞ্জনার দাবিকৃত জমি তার দখলে নেই। জমির সীমানা নির্ধারণে সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের তাদের বলা দেওয়া হয়েছে।”
তিনি সাংবাদিকদের আহ্বান জানান, “আপনারা সত্য যাচাই করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরুন।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “সত্যের জয় হবেই, আইন মিথ্যাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

https://www.sangbadtoday.com/?p=4160


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *