কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের পুকুরে ভাস‌ছিল নারীর লাশ

আইন আদালত খুলনা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের

পুকুরে ভাস‌ছিল নারীর লাশ

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুকুর থেকে অন‌ন্যা ইসলাম সু‌মি ওর‌ফে যু‌থি (৩০) না‌মে এক নারীর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দে‌খে পুলিশকে খবর দেই। পু‌লিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠি‌য়ে‌ছে।

নিহত যু‌থি শহ‌রের পিয়ারাতলা এলাকার মৃত নুরুল ইসলা‌ম বাচ্চুর মে‌য়ে। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী না‌হিদ ইসলা‌মের সঙ্গে চৌড়হাস এলাকার থাক‌তেন। প্রথম প‌ক্ষের এক‌টি মে‌য়ে র‌য়ে‌ছে যু‌থির।

পুলিশ বল‌ছে, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে আত্মহনন। তবুও সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীতে ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে হাসপাতা‌লের পুকুরে বোরকা প‌রি‌হিত এক নারী‌র ভাসমান লাশ দেখতে পাই স্থানীয়রা। এ সময় তারা বিষয়‌টি হাসপাতাল ক্যাম্প পু‌লিশকে জানাই।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে লাশ‌টি উদ্ধার করে। প‌রে লা‌শের প‌রিচয় সনাক্ত হয়।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম ব‌লেন, মে‌য়ে‌টি মাদকাসক্ত ছি‌ল।

তাছাড়া শরী‌রে আঘা‌তের কোন চিহৃ নেই। প্রাথ‌মিকভাবে ম‌নে হ‌য়ে‌ছে আত্মহত‌্যা।

বা‌কিটা রি‌র্পোট পাওয়ার প‌র বলা যাবে। ত‌বে নাম প্রকা‌শ না করা শ‌র্তে ক‌য়েকজন ব‌লেন,প্রথম স্বামীর মৃত‌্যুর পর মে‌য়ে‌টি বি‌ভিন্ন অপক‌র্মের সা‌থে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। মে‌য়ে‌কে নি‌য়েই থাক‌তো।

সম্প্রতি ওর মে‌য়ে‌কে কোথাও বি‌ক্রি ক‌রে দি‌য়ে‌ছে। এটা নি‌য়ে ঝা‌মেলা চল‌ছিল। বেশ‌ কিছুদিন ধ‌রে তা‌কে জেনা‌রেল হাসপাতা‌লের আশেপা‌শে দেখা যে‌তো।

নিহতের দ্বিতীয় স্বামী না‌হিদ ইসলাম ব‌লেন, যু‌থি এখন আমার সা‌থে থা‌কে না। কোথায় থা‌কে তাও জা‌নি না। ত‌বে গত আমা‌কে ফোন দি‌য়ে‌ ছিল।

জানায়, তু‌হিন, বিল্লু ও গ‌ন্জের নামের তিনজ‌ন ব্যক্তি তা‌কে মে‌রে ফেলার জন্য খুঁ‌জে বেড়া‌চ্ছে।

এ সময় না‌হিদ নিজ থে‌কেই জানান,যু‌থির মে‌য়েকে কোথাও বি‌ক্রি ক‌রে দি‌য়ে‌ছে। গ‌ন্জের না‌মে এক ব‌্যক্তির কা‌ছে তার মে‌য়ে আছে। এই নি‌য়ে কোন ঝা‌মেলা আছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন বলেন,ঘটনাস্থল থে‌কে এক‌টি মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বি‌ভিন্ন মাধ্যমে কথা ব‌লে জান‌তে পে‌রে‌ছি বেশ‌ কিছুদিন ধ‌রে মে‌য়ে‌টি মান‌সিক বিপর্যস্ত ছিল। তাছাড়া মাদকাসক্ত ছিল।

প‌রিবা‌রের লোকজনও কিছু বল‌তে পা‌রে না। হাসপাতা‌লের আরএমও’র বরাত দি‌য়ে ও‌সি ব‌লেন,প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌ছি আত্মহত্যা। তবুও সব দিক বিবেচনা করেই তদন্ত চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *