
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে
চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
আরো পড়ুনঃ
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত, শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না।
এতে করে দেশের সার্বিক উন্নয়ন হবে। সুতরাং গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নিবে না।