গৌরীপুরে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

 

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রেসক্লাব অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৮ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার আমীর মুহতারাম আবদুল করিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।

এছাড়াও প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, পুম্বাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ ভৌমিক, ব্যবসায়ী আবুল কালামসহ বিভিন্ন স্তরের সুধীজন সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামি মূল্যবোধের আলোকে কাজ করার আহ্বান জানান।

বক্তারা সিআর নির্বাচন পদ্ধতির সুবিধাসমূহ তুলে ধরেন।

তার মধ্যে প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হয়। স্বৈরতন্ত্ররোধ করে জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করে।

দল ভিত্তিক নির্বাচন হয়। দলীয় ইশতেহার ও দলীয় কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করে। দল নির্বাচনী ব্যয় বহন করে। ফলে নির্বাচনকালীন অবৈধ অর্থের প্রবাহ ও নির্বাচনী ব্যয় হ্রাস পায়। দ্বন্দ্ব ও সংঘাত হ্রাস পায় এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করে । দল অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাই করতে পারে।

স্থানীয় সরকারে সংসদ সদস্যদের হস্তক্ষেপ হ্রাস পায়।

স্থানীয় সরকার স্থানীয়ভাবে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারে। ফলে স্থানীয় সরকার শক্তিশালী হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *