
ঝিনাইদহ অনূর্ধ্ব–১৭ ক্রিকেট দলে
মহেশপুরের ৩ তরুণের সাফল্য
সুমন হোসেন, ঝিনাইদহঃ
মহেশপুর উপজেলার তিন প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড় ঝিনাইদহ জেলা অনূর্ধ্ব–১৭ ক্রিকেট দলে সুযোগ পাওয়া নিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে আনন্দের স্রোত বয়ে গেছে।
দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলন ও স্থানীয় পর্যায়ে খেলার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করা এই তিন খেলোয়াড় অবশেষে জেলা নির্বাচকদের নজরে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “মহেশপুরের এই তরুণরা শুধু নিজেদের জন্য নয়, পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য যুবসমাজকে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।
আরো পড়ুনঃ
আশা করি, তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও মহেশপুরের নাম উজ্জ্বল করবে। “স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানিয়েছেন, এই অর্জন পুরো মহেশপুরবাসীর গর্ব। সকলের নিকট তারা দোয়া চেয়েছেন, যাতে এই তরুণরা আরও এগিয়ে যেতে পারে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
মহেশপুরের ক্রীড়া প্রীতি ও স্থানীয় উৎসাহের মধ্য দিয়ে এই তিন তরুণের সাফল্য যেন কেবল একটি জয় নয়, বরং নতুন প্রজন্মকে উদ্দীপনা যোগ করার দৃষ্টান্ত হয়ে ওঠে।