রাজশাহীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের হিমাগারে নারীকে নির্যাতনের অভিযোগে আটক-৩

অর্থনীতি আইন আদালত জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের হিমাগারে নারীকে নির্যাতনের অভিযোগে আটক-৩

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে বর্বর ও অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বায়া এলাকার ‘সরকার কোল্ড স্টোরেজ’-এর অফিসকক্ষে এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার তিনজন হলেন—একজন ২৭ বছর বয়সী তরুণ, যিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী, তার খালাতো বোন ৩০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী। তিনজনই একই উপজেলার কুঠিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে হিমাগারের অফিসে ডেকে নিয়ে ওই তিনজনকে আটকে রাখা হয়।

 

এরপর লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে তাদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন।

 

 

অভিযোগ রয়েছে, একপর্যায়ে সেফটি পিন দিয়েও শরীরে বিদ্ধ করে শারীরিক নির্যাতন চালানো হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালাতে না পেরে গেট বন্ধ করে দেয়।

 

পরে এলাকাবাসীর বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তারা হিমাগারের অফিসকক্ষ ভাঙচুর করে।

দুপুরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে হিমাগার মালিক মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আখি (৩৫) এবং হাবিবা (৪০)-কে আটক করে থানায় নিয়ে যায়।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে দেখা যায়, নির্যাতনের শিকার নারী খুঁড়িয়ে হাঁটছেন, তার কান দিয়ে রক্ত ঝরছে। তরুণের হাতে ও পিঠে মারধরের জখমের দাগ রয়েছে, আর কিশোরীর ঠোঁট রক্তাক্ত।

নির্যাতনের শিকার নারী জানান, মোহাম্মদ আলী সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও তার সন্তানরা বিষয়টি ভালোভাবে নেননি। ফোন করে ডেকে নেওয়ার পর অফিসে ঢুকেই তারা ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে মারধর শুরু করে।

তিনি আরও জানান, নির্যাতনের সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের চিৎকারে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, “ঘটনার বিষয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *