
বুড়িচং কংশনগর উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহালুল কবির এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাহালুল করির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো: আবুল বাসার, অভিভাবক সদস্য মো: নাসির উদ্দিন, সিনিয়র সহকারী প্শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এ বি এম কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম আজাদ, মো: ইউছুফ আলী, মো: রফিকুল ইসলাম, মো: মফিজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের মর্যাদা নিয়ে তাদের মত প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন আদর্শ মানুষ হতে হলে অবশ্যই শিক্ষক ও পিতা মাতার কথা অনুসরণ করে চলতে হবে।