
রামেক জরুরি বিভাগের সামনেই বিশৃঙ্খলা-ভিডিও ধারনে বাধা
শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে চরম বিশৃঙ্খলা। ভিডিও ধারণ করতে বাধা দেয় হাসপাতালের কর্মচারী ও আনসার সদস্যরা।
ভিডিও ধারণ করে কি করবো, তারও কৈফিয়ত চান আনসার সদস্যরা। এই বিশৃঙ্খলা রুখতে হাসপাতাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
যদিও অভিযোগ রয়েছে, কিছু কিছু মাইক্রোবাস, অটোরিক্সা, সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও পদক্ষেপ নেয়া হয় না। আবার কিছু কিছু গাড়ি এক মিনিটও দাঁড়াতে দেওয় হয়না।
যত্রতত্র জরুরী বিভাগের সামনে রিকশা-অটোরিক্সা ও অন্য গাড়ি অবস্থান করায় জরুরী রোগীবাহী প্রবেশ করতে পারে না।
সচেতন মানুষজন বলছেন, রোগীবাহী পরিবহন ছাড়া অন্য গাড়িগুলো হাসপাতালের মুল গেট দিয়ে প্রবেশ করতে যাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে জরুরি বিশৃঙ্খলা কমবে।