বুড়িচংয়ে চাঁদার দাবীতে দোকানিকে মারধর ও লুটপাটের অভিযোগ !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে চাঁদার দাবীতে দোকানিকে

মারধর ও লুটপাটের অভিযোগ !

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক দোকানদারের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি, মারধর ও দোকান ভাঙচুর,লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

ভোক্তভোগী নায়েমুল রহমান নাছির বারেশ্বর বাবুর বাড়ীর মোঃ মোস্তফা কামালের ছেলে।তিনি অভিযোগে বলেন যে, বিবাদী একই এলাকার মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-মোঃ জাকির হোসেন উরফে শাহ আলম, মোঃ রাকিব মিয়া (২৪), পিতা-মোঃ সহিদ মিয়া, মোঃ রাব্বি হাসান (২২), পিতা-মোঃ নায়েব আলীসহ ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলে নায়েমুল রহমান বাছির-এর দোকানে অনধিকার প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

আরো পড়ুনঃ

জুলাই আন্দোলনে শহীদ শিহাবের লাশ উত্তোলন করতে দেননি পরিবার

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে দোকানদারকে আহত করে এবং দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। একইসঙ্গে দোকানের ক্যাশবাক্স থেকে ৩ হাজার টাকা, চারটি চুল কাটার টিমার মেশিন (মূল্য আনুমানিক ৬ হাজার টাকা) ছিনিয়ে নেয়া হয়।

এছাড়া বিবাদীরা এর আগে এলাকাবাসীর বিভিন্ন জনের কাছ থেকেও ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চাঁদা আদায় করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।জানা যায়,ওই এলাকার জিহাদের কাছ থেকে মোবাইলে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে মোট ১২ হাজার টাকা আদায় করেন।

রাকিবের নিকট থেকে ২৭ হাজার টাকা আদায় করেন।রিফাতের কাছ থেকে ৭০০ টাকা আদায় করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, দোকানদারকে জানিয়ে দেওয়া হয় যে, চাঁদা না দিলে দোকান চালাতে দেওয়া হবে না। এমনকি বিষয়টি প্রকাশ করলে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর ভুক্তভোগী পিতা মোস্তাফা কামাল বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *