মুন্সীগঞ্জে নৌংরা পরিবেশে মিষ্টি তৈরী করায় ১৭ হাজার টাকা জড়িমানা

অর্থনীতি আইন আদালত ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

মুন্সীগঞ্জে নৌংরা পরিবেশে মিষ্টি তৈরী করায় ১৭ হাজার টাকা জড়িমানা

ওসমান গনি, শ্রীনগরঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে আল মুসলিম সুইট্স নামের মিষ্টির দোকানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক আজিজুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।

এছাড়াও হাসাড়া সুইটমিট দোকানে একই অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার কৃষ্ণ গোপকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *