বুড়িচংয়ে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণধোলাই

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণধোলাই

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্ত ইব্রাহিম খলিল মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ার পর দুই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেয়।

প্রথমে শরীর মালিশ করার কথা বলে ডাকা হলেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

পরে পুলিশের দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহিদউল্লাহ প্রধান ও  এসআই সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে ইব্রাহিম খলিলকে আটক করে থানায় নিয়ে আসে।

আসামি মো. ইব্রাহিম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

এ ঘটনার পর মাদ্রাসার আবাসিক সব শিক্ষার্থীকে তাদের পরিবার নিয়ে গেছে। তবে মাদ্রাসার অন্যান্য শিক্ষক এখনও সেখানে অবস্থান করছেন। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন,অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *