পীরগাছায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আইন আদালত রংপুর সারাদেশ
শেয়ার করুন....,

পীরগাছায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোস্তাক আহমেদ বাবু, রংপুরঃ

রংপুরের পীরগাছা উপজেলার ৩ নং ইটা কুমারী ইউনিয়নের খামার বড়ভিটা এলাকা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়।

এ সময় হাতেনাতে আটক হন,ওই এলাকার মোঃ হারুন মিয়া (৬৫)। তার কাছ থেকে রৌদ্রে শুকানোর সময়,গাঁজার পাতা উদ্ধার করা হয়।

আটকৃত হারুন মিয়ার তথ্য অনুযায়ী,পলাতক আসামি মোঃ শাহ আলীর(৩৫)পুকুরপাড়ের কলাবাগান থেকে বিশেষভাবে চাষ করা ৩০টি গাঁজার গাছ (ওজন প্রায় ১১কেজি) উদ্ধার করা হয়।

অভিযানে সর্বমোট ১১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “মাদক নিয়ে পীরগাছা উপজেলায় জিরো টলারেন্স নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *