শেরপুরে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আইন আদালত জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

শেরপুরে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

 

আব্দুল লতিফ, শেরপুরঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

 

২৫ আগস্ট সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু পাচারের চেষ্টা করে।

 

বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ, ২ লক্ষ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য ৫১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। তবে এসব অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যকর্ম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা।

সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *