লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম পাইলট বালিকা উচ্চ

বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দেবব্রত পাল বাপ্পী, লাকসামঃ

‘‘তোমার কৃতিত্ব আমাদের অহংকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এস.এস.সি ২০২৫ জিপিএ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

প্রধান বক্তা ছিলেন লাকসাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল।

বিশেষ মেহমান লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নিজাম উদ্দিন, বিএনপি নেত্রী ও আব্দুর রহমান বাদলের সহধর্মীনি পান্না আক্তার, লাকসাম মেডিকেল সেন্টারের চেয়ারম্যান লুৎফর রহমান জুয়েল, চৌধুরী এন্ড সন্স (প্যারাগন গ্রুপ) এর পরিচালক মইনুল হক চৌধুরী হেলাল, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ।

অন্ষ্ঠুানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহসিন উদ্দিন খাঁন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ এ কথাটি তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ তাই তোমাদের আজ সংবর্ধনা দেয়া হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর এবার ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে।

এ স্কুলটি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। আমি দোয়া করি তোমরা পড়ালেখা করে রাষ্ট্রের সর্বচ্চোস্থান অবস্থান কর। সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করলাম।

রাজশাহীর কারাগারে কয়েদির মৃত্যু !

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *