
শাজাহানপুরে হত্যা ২ আসামী ঢাকা থেকে গ্রেফতার
শাজাহানপুর প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার খননায় ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আলোচিত আল আমিন (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মামলার ৪নং আসামী হিটার বাশির আহমেদ (২৬) এবং ৫নং আসামী মোঃ নাজির হোসেন (২৮)। তাদের কাছ থেকে ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নিহত আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন।
গত ২৮ জুলাই সকালে ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মক জখম করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪১, তারিখ: ৩০/০৭/২০২৫ খ্রি.)। এরপর থেকে আসামিরা পলাতক ছিল।
র্যাবের গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে শনিবার বিকেলে রাজধানীর গাবতলী থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হিটার বাশির ও নাজির গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
স্থানীয়দের দাবি, বাশির দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হলে বহু অপরাধের রহস্য উন্মোচিত হবে।