
জাতীয় পর্যায়ে লাকসাম সিতোরিউ কারাতের ৮ পদক লাভ
লাকসাম প্রতিনিধিঃ
ঢাকায় জাতীয় উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়ন শিপে ৮ পদক অর্জন
ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ন.ম সিতোরিউ কারাতে দো: বাংলাদেশ উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশ নিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২২ ও ২৩ আগস্ট।
উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুন কবির খোকন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলমসহ অন্যান্য কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১,০০০ কারাতে খেলোয়াড় অংশ নেন।
এর মধ্যে লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ৩টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদক জয় করে মোট ৮টি পদক অর্জন করে।
খেলোয়াড়দের এই অর্জনে লাকসামের ক্রীড়ামোদী মানুষ গর্বিত।
সংগঠনের প্রশিক্ষক ও কর্মকর্তারা জানান, ধারাবাহিক প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের ফলেই এই সফলতা এসেছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্যে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।