
ধনবাড়ীতে শেয়ালের কামড়ে
শিশুসহ আহত-২
বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী গ্রামে জান্নাতুল মাহিয়া নামের চার বছর বয়সী এক শিশু শেয়ালের কামড়ে আহত হয়েছে ।
এদিকে একই দিনে ভোর রাতে একই গ্রামের মোঃ হাবেল উদ্দিন নামের পঞ্চাশ বছর বয়সী একজন কৃষকও শেয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতরা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন ।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আহতদের ভ্যাক্সিন দেওয়া হয়েছে।আহতরা আপাতত ঝুঁকিমুক্ত। তারপরও আহত সবাই আমাদের নজরদারিতে থাকবে।
উল্লেখ্য: ধনবাড়ীর মুশুদ্দী ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে গাভী পালন করা হয়। গাভীর খাদ্য হিসেবে কৃষি জমিতে ব্যাপকভাবে ঘাস চাষ করা হয়। সেই সব ঘাসের জমিতে শেয়ালের পর্যাপ্ত বংশবৃদ্ধি হয়েছে এবং শেয়ালের অতিরিক্ত পফচারনা বৃদ্ধি পেয়েছে বলে স্হানীয় কৃষকরা জানান।
লরিচাপায় ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সদস্যসহ একই পরিবারের চারজন নিহত !