গজারিয়ায় সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি

আইন আদালত ঢাকা তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গজারিয়ায় সাংবাদিকদের

বিএনপি নেতার হুমকি

ওসমান গনি, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস।

এদিকে এই অভিযানের পেছনে সাংবাদিকদের হাত রয়েছে দাবি করে উপস্থিত সাংবাদিকদের হুমকি দিতে এসে জনরোষে পড়েন ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন নামে কথিত এক বিএনপি নেতা।

গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসময় বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড কাবাব ঘর নামে একটি রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তোপের মুখে পড়েন তিতাস কর্মকর্তারা।

এসময় লিংকন নামে কথিক এক বিএনপি নেতা এই রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করতে দিবেন না বলে জানান।

ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে সাংবাদিকদের উপর চড়াও হয় তিনি। বিষয়টিতে উত্তেজিত হয়ে ওঠেও জনতা। জনরোষে অবস্থা বেগতিক বুঝতে পেরে পড়ে বাধ্য হয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।

স্থানীয়রা জানান, লিংকন এলাকার একজন পরিচিত অবৈধ গ্যাস ব্যবসায়ী।

বালুয়াকান্দি, ভবেরচর ও টেংগারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তার হাত দিয়ে অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস ব্যবসায় সুপরিচিত হওয়ার কারণে স্থানীয়রা তার নাম দিয়েছে ‘গজারিয়া গ্যাস মন্ত্রী’।

অবৈধ গ্যাস ব্যবসার টাকায় আলিশান বাড়িসহ তার রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি।

বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া প্রেক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল বলেন, ‘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাচ্ছিল তিতাস, স্বাভাবিকভাবেই আমরা সেখানে গিয়েছিলাম নিউজ কাভার করা জন্য।

এসময় লিংকন নামে এক ব্যক্তি ঘটনায়স্থলে উপস্থিত হয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়।

উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করে। বাধ্য হয়ে তিনি দৌড়ে পালিয়ে যান’।

বিষয়টি সম্পর্কে অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাসিবুর রহমান বলেন, ‘ একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৈ চৈ করছিলেন। তার নাম আমি জানি না।

এসময় ধাকাধাক্কি এবং হাতাহাতির মত একটি ঘটনা ঘটে তবে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে একটি পুরোপুরি খেয়াল করিনি। যদি কোন ব্যক্তির সাংবাদিকদের হুমকি দেয় আমি আপনাদের বলব আপনারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান’।

এ বিষয়ে অভিযুক্ত লিংকন বলেন, ‘ দীর্ঘদিন ধরে আমি বিএনপি রাজনীতির সাথে যুক্ত।

গজারিয়ার কতিপয় সাংবাদিক অবৈধ গ্যাস সংযোগ দেওয়াসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমি তাদের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম’।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত লিংকনের বড় ভাই আক্তার হোসেন বলেন, ‘ আমার রেস্টুরেন্টে বৈধ গ্যাস। আমার কাছে বিল জমা দেওয়ার কাগজ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভুল করে আমার রেস্টুরেন্টের গ্যাস কেটেছে।

লিংকন সেখানে গিয়েছিল এই বিষয়টি তাদের জানানোর জন্য কিন্তু সেখানে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে’।

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার বলেন, ‘ লিংকন আমাদের কমিটির সদস্য নয়। তার এক ভাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে আমি জানি। তবে অপরাধ যেই করুক তার বিচার হবে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম।

এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে’।

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *