আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলা থেকে কেটে হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করার প্রতিবাদে অখন্ড বিজয়নগর রক্ষা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত চলা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।’ এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।

এই ইউনিয়নগুলো হল বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন বলে আন্দোলনকারীরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন, মুফতি এনামুল হক সুমন, সায়েদ খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আল জাবের আহমেদ জাবেদ, ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সী, আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *