লাকসামে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে সড়ক ও জনপথের বিভাগের জায়গায় অবৈধ ভাবে বিভিন্ন দোকান-পাট ও ইমারত নির্মান করে ব্যবসা করে আসছে একটি মহল।

সওজ ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অবৈধ ভাবে দোকান-পাট ও ইমারত নির্মানকারীদের স্থাপন সরিয়ে নেয়ার তাগিদ
দিয়ে আসছেন। কিন্তু অবৈধ ভাবে বিভিন্ন দোকান-পাট ও ইমারত নির্মানকারী দখলকারীরা তা আমলে নেয়নি।

আজ বুধবার ২০ আগষ্ট কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং লাকসাম উপজেলা প্রশাসন যৌথ ভাবে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের বিজরা বাজার ও মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুদাফরগঞ্জ বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

প্রশাসন জানায় বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে সওজের জায়গায় প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপন দিনব্যাপী উচ্ছেদ অভিযানের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়েছে।

অবৈধ স্থাপন নির্মানকারীদের কে পুনরায় নির্মান না করতে নির্দেশ ও সতর্ক করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আগামী দিনে যদি আবারও অবৈধভাবে স্থাপন নির্মান করে তা হলে অবৈধ স্থাপনা নির্মানকারীর বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজেস্ট্রড মোঃ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেনীর ম্যাজেস্ট্রড মিলন চাকমা, সেনা বাহিনীর লাকসামের দ্বায়ীত্বে থাকা মেজর তাহসিন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, বিজরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে লাকসাম থানা পুলিশ ও সেনা সদস্যরা আইন-সৃংখলা নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *