
ঝিনাইগাতীতে পুলিশের
সচেতনতামূলক উঠান বৈঠক
আব্দুল লতিফ, ঝিনাইগাতীঃ
ঝিনাইগাতী থানা পুলিশ এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, আপহরণ,বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় হলদিগ্রাম চৌরাস্তা বাজার মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো: আলআমিন সাহেব তিনি বলেন মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।
মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবন প্রবাহ এবং কুৎসিত পথ। যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।
মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়৷
উক্ত উঠান বৈঠক উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় দুইজন গণমাধ্যমকর্মী, শিক্ষক, ছাত্র, যুবক, রাজনৈতিক দলের নেতা, কৃষক, বৃদ্ধ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।