
গৌরীপুরে জমি দখল
নিয়ে বিরোধে আহত-২
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে বাদী পরিবারের দুই সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাদী বাবুল মিয়া (৪৫), পিতা লাল মিয়া, লিখিত অভিযোগে জানান, তার দাদার নামীয় ৭ শতাংশ ভূমি (হাল খতিয়ান-৩১৩, দাগ-১২২৩, শ্রেণি-বাড়ী) তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিবেশী ১ নং বিবাদী মো: বাবুল মিয়া (পিতা-মৃত আফতাব উদ্দিন), ২ নং বিবাদী আল আমিন (২৫), পিতা- মো: সেলিম মিয়া, সহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি শনিবার বিকালে তার বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, বিবাদীরা বেআইনীভাবে বাঁশ, বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ ও ঔষধি গাছ কর্তন করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
পরে তারা জায়গাটি দখলের উদ্দেশ্যে নেট দিয়ে বেড়া নির্মাণ শুরু করলে বাদীর ভাগিনা কামাল মিয়া (২০) ও পিতা লাল মিয়া (৭৮) বাঁধা দেন।
এসময় বিবাদীরা লাঠি দিয়ে তাদের মারধর করে গুরুতর জখম করে। বাদী বাবুল মিয়া অভিযোগ করেছেন, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন—যেকোনো উপায়ে তারা উক্ত জমি দখল করবে, বাঁধা দিলে খুন করে লাশ গুম করবে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে কামাল মিয়া, মোছা: জমিলা খাতুন ও লাল মিয়াসহ স্থানীয় অনেকে নাম উল্লেখ করেছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গৌরীপুর থানা সূত্রে জানা গেছে।