
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে
সার্টিফাইড কোর্সের শুভ উদ্বোধন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুিরিজম এন্ড হসপিটালিটি এর কারিগরি সহযোগিতায় রিজার্ভেশন ও টিকেটিং বিষয়ে সার্টিফাইড কোর্সের শুভ উদ্বোধন
শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত এরশাদ ডিগ্রী কলেজের উদ্যোগে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুিরিজম এন্ড হসপিটালিটি এর কারিগরি সহযোগিতায় রিজার্ভেশন ও টিকেটিং বিষয়ে সার্টিফাইড কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই সিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান এবং পরিচালনা করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও যুগ্ম সচিব মোঃ সাইফুল হাসান রিপন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের বজরুল হাসান লিটন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক আই সিটি ও শিক্ষা আলী রাজী মাহমুদ মিঠুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক পিপি এডভোকেট আ হ ম তাইফুর আলম, দক্ষিণ জেলার সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী এডভোকেট ডক্টর মোবারক হোসেন, বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, মোঃ হুমায়ূন কবির বাবুল, বকলেজ পরিচালনা কমিটির সদস্য সমর মিত্র, আব্দুল হালিম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, প্রশিক্ষণার্থী নাহিদা ইসলাম সহ আরও অনেকে।
মোবাইল চুরির অভিযোগে ২ তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল