
বুড়িচংয়ে বিএনপির কমিটি গঠন
উপলক্ষে মতবিনিময় সভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
মঙ্গলবার ১২ আগষ্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নিমসার জুনাব আলী কলেজের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম চৌধুরী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু নাসের মুন্সী, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন,যুগ্ম আহবায়ক যথাক্রমে মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুর রহমান সুমন।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল খালেক মেম্বার,উপজেলা যুবদল নেতা মোঃ মঞ্জুর রহমান, ইউনুস মিয়া, প্রমূখ।
এ-সময় উপজেলার ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।