বুড়িচংয়ে বিএনপির পকেট কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে বিএনপির পকেট কমিটি

গঠনের অভিযোগে মানববন্ধন

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

বুড়িচংয়ে ওয়ার্ড সমূহ কমিটি অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ করে তা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ আগষ্ট বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড সমূহ আওয়ামী লীগের লোক সংযুক্ত করে, অবৈধ ভাবে রাতে আঁধারে পকেট কমিটি গঠন করার অভিযোগ এনে তা বাতিলের বাতিলের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর পোস্ট অফিস এলাকায় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।

উল্লেখ্য যে ওই সকল ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে মনগড়া লোক দিয়ে একক ভাবে কমিটি গঠন করে কাউন্সিল করতে চাইছে।

এই দিকে বক্তারা তাদের বক্তব্যে দাবী সমূহ জানিয়ে বলেছেন সব পক্ষের অংশগ্রহণে স্বচ্ছ ও ন্যায় সঙ্গত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন, একতরফা সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাউন্সিলের আয়োজন করতে হবে।

 এই সমস্ত দাবী গুলো উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব গণের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।

নতুন করে সকল ওয়ার্ড কমিটি গঠন করার আহবান জানান। তানা হলে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করার ঘোষনা দেন নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম রাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান হাবীব,সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন নেতা মোশাররফ হোসেন, আলমগীর হোসেন দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, আয়েত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, যুবদলের যুগ্ম আহবায়ক সানা উল্লাহ, আব্দুর রহমান, দুলাল হোসেন, অলি উল্লাহ, রাশেদ আলম, দুলাল হোসেন, শরীফুল ইসলাম, তাজুল ইসলাম, আলমগীর হোসেন, দুলাল হোসেন,  ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,জাসাসের সদস্য তাজুল ইসলাম, তাতীদলের সাধারণ সম্পাদক ডা. মাহাবুব আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, সাংগঠনিক  সম্পাদক  জালাল উদ্দীন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান, নেতা নাজমুল, নাঈম, জাহিদ হাসান, বাবু, ফরহাদ ও শাহীন  প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *