
চান্দিনায় জাতীয় যুব
দিবস উপলক্ষে র্যালি
চান্দিনা প্রতিনিধিঃ
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে এক যুব র ্যালি বের হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবা ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ পরে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম আশরাফুল হক।
https://www.sangbadtoday.com/?p=1947