
গৌরিপুরে আন্তর্জাতিক ও জাতীয় যুবদিবস পালিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপ্রাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় যুবদিবস উদযাপিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমী পাপ্পা।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব-যুবতী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।