
ঝিনাইগাতীতে সংস্কারের অভাবে
গ্রামীণ রাস্তায় জন দুর্ভোগ
আল আমিন, শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি চৌরাস্তা থেকে আশপাশের কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে—বারোয়ামারি, গজারিপাড়া, মরিয়মনগর, বনকালি ও ভারুয়া গ্রামের কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙা অংশ ও কাদার স্তূপে ভরা।
প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ চলাচল করেন। যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ায় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। ফলে বিকল্প পথে যেতে হয়, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার বিষয়ে লিখিত আবেদন এসেছে। অতি শ্রীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”