
কোম্পানীগঞ্জের ধলাই সেতু রক্ষায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতু রক্ষায় ২ দিনের ভিতরে উপজেলা প্রশাসন ও উর্ধ্বতন কতৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সোমবার থেকে সড়ক ও নৌপথ অবরোধের হুশিয়ারি দিলেন ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসী।
শনিবার ৯ আগস্ট সকাল ১১ ঘটিকায় ধলাই সেতুর পূর্বপাড়ে ধলাই সেতু রক্ষা কমিটির আহবায়ক পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে ও ধলাই সেতু রক্ষা কমিটির সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ধলাই সেতু রক্ষার দাবিতে বিশাল প্রতিরোধ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন চোখের সামনে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) ধ্বংস হলো।
প্রশাসন ও উর্ধ্বতন কতৃপক্ষ সেটি রক্ষায় ব্যর্থ হলো। এখন ধলাই সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে। আমরা দীর্ঘদিন যাবৎ ধলাই সেতু রক্ষার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করে আসলেও আজ প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল করতেছি।
আজ থেকে ২ দিনের ভিতরে ধলাই সেতু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আগামী সোমবার থেকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক ও নৌপথে অবরোধ করবো।
প্রতিরোধ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, নজির আহমদ, শুকুর আলী, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, পূর্ব ইসলামপুর ইউনিয়নের সভাপতি ফখরুল ইসলাম, উত্তর রনিখাই ইউনিয়নের সভাপতি আলী আহমদ, শাহ নেওয়াজ লিটন, তাজ উদ্দিন, কুতুব উদ্দিন, এলাইছ আহমদ, সুলেমান তালুকদার, জয়নাল আবেদীন, এড.মখদ্দছ আলী, তেরা মিয়া, মাসুক মিয়া, সুনা মিয়া, মানিক মিয়া, ঈসা তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ এলাকাবাসীর শ্রমিক-জনতা।