সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানবন্ধন

আইন আদালত খুলনা জাতীয় তথ্যপ্রযুক্তি দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানবন্ধন

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলাঃ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা।

৯ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা।

কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান সহ সাংবাদিক হাসান আলী, শরীফ বিশ্বাস, এস এম রাশেদ, ও তৌহিদি হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি নিহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোর দাবি আহŸন জানানো হয়।

একইসাথে সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি করা হয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সাথে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ও নৃশংসভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক-৪


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *