
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বৃষ্টি উপেক্ষা করে লাকসামে জামায়াতের গণমিছিল
লাকসাম প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌর সভা।
মঙ্গলবার (৫ আগস্ট) আসর নামাজের পর লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গণমিছিলে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকাসহ নানা স্লোগানে মুখর ছিল পুরো লাকসাম শহর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি ও দলটির লাকসাম -মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর অধ্যাপক এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন-“৫ই আগস্টের আজ এক বছর পূর্তি। আমি সশ্রদ্ধচিত্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।
আজকের এই দিনে ২৪-এর বিজয়ী সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবিরের পক্ষ থেকে জানাই লাল সালাম ও অভিনন্দন।
তিনি বলেন-আমরা জুলাই অভ্যুত্থানের মূলমন্ত্র ধারণ করে যে নতুন স্বাধীনতা অর্জন করেছি তা রক্ষা করব, এবং যে নতুন বাংলাদেশ পেয়েছি তা নির্মাণে একসাথে এগিয়ে যাব—একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে।”
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, সেক্রেটারী শহীদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারী জোবায়ের ফয়সাল প্রমুখ।
এসময় লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল চলাকালীন সময়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘খুনি হাসিনা পালাইছে’দিল্লি না ঢাকাসহ নানা রাজনৈতিক ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো লাকসাম শহর।