
২৪’ জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে বেলকুচিতে বিএনপির আলোচনা সভা
আশিকুল ইসলাম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪’ জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সভাপতি বেলকুচি থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি পৌর বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু, যুগ্ম আহ্বায়ক, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।
” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম মেম্বার, সভাপতি বেলকুচি থানা তাঁতীদল; মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক থানা তাঁতীদল; মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, আহ্বায়ক সদস্য থানা বিএনপি; মোঃ ফরিদ উদ্দীন সরকার, সাধারণ সম্পাদক পৌর তাঁতীদল; মোঃ মোগরব আলী বেপারী, সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আশরাফ আলী, সহ-সভাপতি এনায়েতপুর থানা যুবদল; মোঃ সনতোশ আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক থানা তাঁতীদল; ডাঃ মোঃ হামিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য পেশাজীবী দল; আব্দুস সামাদ, সভাপতি সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি এবং মোঃ আমিরুল ইসলাম, সাবেক কমিশনারসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ হাফিজুল ইসলাম মন্ডল, আহ্বায়ক সদস্য থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন যুবদল এবং মোঃ আসলাম আকন্দ, সাবেক সিনিয়র সহ-সভাপতি কলেজ ছাত্রদল।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে।
২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে তাঁদের আদর্শে উজ্জীবিত হতে হবে।
” আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।