
রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও এন্ডোস্কোপি প্রযুক্তি
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
রামেকে চালু হলো ‘ইআরসিপি স্যুট’ ও অগ্ন্যাশয়ের এন্ডোস্কোপি প্রযুক্তিরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চালু করা হয়েছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটিকোগ্রাফি স্যুট (ইআরসিপি)।
মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এটির উদ্বোধন করেন।
বুধবার এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইআরসিপি স্যুট একটি অত্যাধুনিক ও বিশেষায়িত ইউনিট। যেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, হেপাটোবাইলিয়ারি সার্জন ও গ্যাস্ট্রোএন্টারো সার্জনরা চিকিৎসা কার্যক্রম চালাবেন।
খাদ্যনালি, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের জটিল রোগের পেট না কেটে এখন থেকে শুধু এন্ডোস্কোপি প্রযুক্তির মাধ্যমে রোগনির্ণয় ও চিকিৎসা করা যাবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, এত দিন এই বিশেষায়িত ইউনিট অসম্পূর্ণ অবস্থায় ছিল।
সম্প্রতি এক ভার্চুয়াল সভায় তিনি স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জামাদি চলে আসে।
শামীম আহাম্মদ বলেন, ‘খাদ্যনালি চিকন হয়ে যাওয়া এবং পিত্তথলি ও অগ্ন্যাশয়ের পাথরের চিকিৎসাগুলো এখন থেকে সহজে করা যাবে।
বেসরকারি হাসপাতালে এসব চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
আমরা চেষ্টা করব, এই সেবা যেন সাধারণ মানুষ স্বল্প খরচে পেতে পারে।