
গৌরীপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মেঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জুলাই (শুক্রবার) আসরের নামাজের পর গৌরীপুর উপজেলার কালীখলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তাইয়েবুর রহমান হিরন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জুনায়েদ খান পাঠান সাব্বির। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে দেশ, জাতি ও দলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রদলের এই আয়োজনে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছায়।
বুড়িচং সোন্দ্রম মদিনার জামাত মোখলেছিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত